রাবিতে স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ( রাবিসাস ) আয়োজনে ‘ স্বাধীনতা কাপ ক্রিকেট টুনার্মেন্ট-২০২১ ‘ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭ জানুয়ারি ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে পুরষ্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ভার্চুয়ালি অুষ্ঠানটির উদ্বোধন করেন। এসময় তিনি ছাত্র-শিক্ষক সম্প্রীতি লক্ষ্যে ভবিষ্যতেও এমন আয়োজনের জন্য প্রত্যাশা ব্যক্ত করেন৷

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক মহল থেকে এমন সাংবাদিক আসবে যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়িয়ে, নিজেকে মহান করে তুলবে। এ খেলার‌ মাধ্যমে আমরা সকলের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি। এছাড়া তিনি এমন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

রাবিসাসের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহীন আলম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, গত বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাবিসাস কর্তৃক আয়োজিত’ স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ এ মোট ছয়টি দল অংশ নেয়। অবশেষে, ২৩ মার্চ বিশ্ববিদালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বিশ্ববিদালয়ের শিক্ষক সমিতিকে ৩৩ রানে হারিয়ে বিশ্ববিদালয় শাখা ছাত্রলীগ জয়লাভ করে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।