রাবি ছাত্রীদের আবাসিক হলে ভারত সরকারের কম্পিউটার ও প্রিন্টার হস্তান্তর
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি ছাত্রীদের আবাসিক হলে ভারত সরকারের কম্পিউটার ও প্রিন্টার হস্তান্তর

রাবি প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদালয়ের (রাবি) ছাত্রীদের আবাসিক হলের জন্য ৩০ টি কম্পিউটার ও ৬ টি প্রিন্টার দিয়েছে ভারত সরকার। প্রতিটি হলের জন্য ৫ টি করে কম্পিউটার ও ১ টি করে প্রিন্টার দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে কম্পিউটারগুলো হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। হস্তান্তর শেষে তিনি ছাত্রীদের হলগুলোতে প্রিন্টার ও কম্পিউটারগুলো পর্যবেক্ষণ করেন।

এসময় ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেন, রাজশাহী আমাকে প্রতিনিয়ত নতুন কিছু শেখায়। আজকের এই অনুষ্ঠানের রাজশাহীর সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠে ভারতের হয়ে কম্পিউটারগুলো হস্তান্তর করতে পেরে আমি অনেক খুশি। মেয়েরা নানা কারণে সব সময় বাহিরে যেতে পারেনা। ফলে তাদের শেখার ও জানার পরিধি অনেক কম থাকে। তাদের জানার পরিধিকে বাড়ানোর ক্ষেত্রে আজকের হস্তান্তরকৃত কম্পিউটারগুলো অনেক সাহায্য করবে। আজকের বাংলাদেশ গত ৫০ বছরের মধ্যে অর্থনৈতিক ও জিডিপির দিক দিয়ে ভারতকে কিঞ্চিত ছাড়িয়ে গিয়েছে। আগামী ১০ বছর পর বাংলাদেশের আরও অগ্রগতি দেখা যাবে।

বিশ্ববিদালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ভারতের উপকারের কথা বাংলাদেশের মানুষ কখনই ভুলতে পারবে না। তারা স্বাধীনতায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। ছিটমহলের সমস্যা সমাধান করেছে। বাংলাদেশের সাথে ভারতের এই ধরনের সমঝোতা আমাদের পররাষ্ট্রনীতির প্রতি শ্রদ্ধাবোধকে নির্দেশ করে। আজকে ৩০ টি কম্পিউটার এবং ৬ টি প্রিন্টার উপহার দেয়া হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েদের শেখার বাধাকে তরান্বিত করবে এবং তাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

বিশ্ববিদালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্টার অধ্যাপক আব্দুস সালাম ও বিশ্ববিদালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।