হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় লাইনচ্যুত বগিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
শাহজীবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম গণমাধ্যমকে বলেন, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে যাচ্ছিল। পথিমধ্যে শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এসময় তেলবাহী বগিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হবে না বলে জানা গেছে। তবে উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441