আবারও লকডাউনের কবলে পড়তে যাচ্ছে ভারত। চলমান করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় এবং ভাইরাসটির নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় লকডাউনের পথে হাটছে নরেন্দ্র মোদির সরকার। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে এরই মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) মহারাষ্ট্রে লকডাউন দেয়া হয়েছে।
আগামী ১৫ মার্চ থেকে আগামী এক সপ্তাহ রাজ্যটিতে লকডাউন কার্যকর থাকবে। বর্তমানে মহারাষ্ট্রকেই করোনার হটস্পট ঘোষণা করেছে ভারত সরকার। কারণ এই রাজ্যে এরই মধ্যে এক কোটি ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441