প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুরা যাতে আবার তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে সে জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।
রোববার (১৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমরা আশা করি ভবিষ্যতে ভালো দিন আসতে পারে। আমাদের শিশুরা আবার তাদের স্কুলে যাবে। তারা স্বাভাবিকভাবে লেখাপড়া শুরু করবে। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।
প্রধানমন্ত্রী জানান, সরকার যখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছিল, তখনই করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়েছে। কাজেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা শিশুদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।
এসময় করোনার সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441