দেশের সাংবাদিকদের সংগঠনগুলোর মধ্যে অন্যতম প্রাচীন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি স্পোর্টস কার্নিভাল আয়োজন করেছে। আগামীকাল রোববার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস ডিসিপ্লিন দিয়ে কানির্ভালের উদ্বোধন হবে।
১০টি ডিসিপ্লিনে মোট ১৪টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শ্যুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। এছাড়া নারী সদস্যরা লুডু ইভেন্টে অংশ নিবেন। সবকটি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার।
স্পোর্টস কানির্ভাল উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘আমরা সব সময় ক্রীড়াঙ্গনের পাশে থাকি। ক্রীড়া লেখক সমিতির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের।’
ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল উপলক্ষ্যে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সভাপতি সনৎ বাবলা, ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও সদস্য সচিব ফয়সাল তিতুমীর।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441