ঢাকা: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের সারাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। আজ সকাল থেকে শুরু করে আগামী ৭ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই লকডাউন। কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীতে মানুষের চলাচল কমেছে ফলে অনেকটাই ফাঁকা রাজধানী।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে লকডাউন বাস্তবায়নে তারা টহল দিচ্ছে।
রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, গণপরিবহনসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও জরুরি সেবার আওতায় থাকা বিভিন্ন যানবাহন চলাচল করছে। পাশাপাশি চলছে রিকশাও।
সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকায় মানুষের যাতায়াত কিছুটা কমেছে। যারা জরুরি পেশার সাথে জড়িত তারা বের হয়েছেন। তবে সবাইকে পুলিশে চেকপোস্টের মুখে পড়তে হচ্ছে। যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441