প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ৩:১৬ অপরাহ্ণ
সাপাহার ও নেয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো “জিন এক্সপার্ট” প্রযুক্তি
কোভিড -১৯ সনাক্তকরণে অত্যাধুনিক প্রযুক্তির জিন এক্সপার্ট প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই প্রযুক্তির ফলে সাপাহার উপজেলা বাসী আরও নিখুঁত এবং কম সময়ে কোভিড -১৯ সনাক্ত পরিক্ষা করাতে পারবে এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হবে!
১২জুলাই সমবার নওগাঁ জেলার মধ্যে নিয়ামতপুর এবং সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড -১৯ সনাক্ত পরিক্ষার এই আধুনিক প্রযুক্তির চালু করা হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রুহুল আমিন বলেন, জনসাধারণের ভোগান্তি কমাতেই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি, মানুষ যেন সহজেই কোভিড -১৯ পরিক্ষা এই স্বাস্থ্য কমপ্লেক্সে করাতে পারে,আগে ঢাকাতে পাঠিয়ে এই কাজটি করতে হতো কিন্তু এখন থেকে জনসাধারণ সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড পরীক্ষা করাতে পারবে তিনি আরো বলেন, জিন এক্সপার্ট এর পাশাপাশি আমাদের রেপিট এন্টিজেন টেস্ট এর পর্যাপ্ত কিট মজুত রয়েছে, করোনা রোগের (কোভিড -১৯) এর যে কোন লক্ষ্মণ দেখা দিলেই দ্রুত পরীক্ষা করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441
Copyright © 2024 Daily Bibartan. All rights reserved.