আমেরিকার নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের তুলনা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার বক্তব্যকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, সিইসি বলেছেন ‘যুক্তরাষ্ট্র ৫ দিনে ফল দিতে পারে না, আমরা ৫ মিনিটে পারি।’ আপনারা পারবেন, কারণ ফলাফল তো আগেই নির্ধারণ করা থাকে।
এদিকে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে করা হয়রানিমুলক মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ও রোববার দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা শনিবারের সমাবেশে যোগ দেন।
সমাবেশে মির্জা ফখরুল বাস পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না। কারণ বিএনপি গণতান্ত্রিক দল।
এসময় তিনি বাস পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441