হাজী আ: মালেক ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদা খাতুন এর সভাপতিত্বে ও মার্কেটিং বিভাগের প্রভাষক এস এম সোহেল ইসহাক এর পরিচালনায় ২৫ মার্চের গণহত্যা দিবসে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।
সুচনা বক্তৃতা করেন ইংরেজি বিভাগের অধ্যা: এফ এস ইয়াসিন আরা। বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে গনহত্যার স্মৃতিচারন করেন বীর মুক্তিযোদ্ধা আ: জলিল জমাদ্দার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিশ্বাস। এছাড়া আরো আলোচনা করেন অধ্যা: আবুল খায়ের বিশ্বাস, আসিফ ইকবাল, রুবিনা বেগম, মজিদা পারভীন, আব্দুর রউফ, শামিম শেখ, সিরাজুল ইসলাম, বিল্পব মন্ডল, কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সাব্বির প্রমুখ।
বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ডই ছিল না, এটা ছিল মূলত বিশ্বসভ্যতার জন্য এক কলংকজনক, জঘন্যতম গণহত্যার সূচনামাত্র। পরবর্তী ৯ মাসে ৩০ লক্ষ নিরাপরাধ নারী-পুরুষ-শিশুকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা সৃষ্টি করেছিল সেই বর্বর ইতিহাস, নিষ্ঠুরতা ও সংখ্যার দিক দিয়ে (ইহুদি হলোকাস্ট ১৯৩৩-৪৫) বা রুয়ান্ডার গণহত্যা (১৯৪৪) কেও অতিক্রম করে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441