গত ২৮ জুলাই বর আশফাকুর রহমানকে নিয়ে হানিমুনে থাইল্যান্ড গিয়েছেন পূর্ণিমা। দু-এক দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন তারা। দেশে এসেই ভক্তদের জন্য সুখবর দিবেন পূর্ণিমা। আর সেটি হচ্ছে আবারো বড় পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
সবশেষ ২০১৪ সালে পূর্ণিমা অভিনীত সিনেমা ‘লোভে পাপ, পাপে মৃত্যু’ মুক্তি পায়। মাঝে পেরিয়ে গেছে ৮ বছর। এরপর ছোট পর্দা ও উপস্থাপনায় ব্যস্ত থাকলেও বড় পর্দায় দেখা যায়নি পূর্ণিমাকে।
আট বছর পর এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন পূর্ণিমা। সরকারি অনুদান পাওয়া ‘আহারে জীবন’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। হানিমুন থেকে ফিরে সিনেমাটির নির্মাতা ছটকু আহমেদকে শিডিউল দেবেন বলেও জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নির্মাতা ছটকু আহমেদ জানান, সিনেমার নায়ক হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করেননি। পূর্ণিমার সঙ্গে দুজনের একজনকে পেলেই আমার গল্পটা পূর্ণতা পাবে। এছাড়া গল্পের প্রয়োজনেই নায়িকা হিসেবে পূর্ণিমা আমার প্রথম পছন্দ।
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। জানা যায়, বছর তিনেক আগে বিচ্ছেদ হয় তাদের। কিন্তু কি কারণে বিচ্ছেদ হয়েছে তা কখনো জানাননি এ অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441