বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর পরই সর্বসাধারণের হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রোববার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতুর উদ্বোধন ঘোষণা করেন।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেন। এরপরই সর্বস্তরের মানুষ সেতু পারাপার, সেতুতে ছবি তোলা এবং হাঁটছেন।
সেতুতে ঘুরতে এসেছেন শিহাব শেখ নামে একজন। তিনি বলেন, এত সুন্দর একটি সেতু আমাদের উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের ঘোরার আরও একটি জায়গা হলো।
ঘুরতে আসা আরেকজন বলেন, কাউখালী থেকে পিরোজপুর প্রান্তে সেতু নির্মাণের পর প্রথম বার নদী পার হচ্ছি। সেতুটি নদীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি আমাদের ভোগান্তি নিরসনেও কাজ করবে। ঘুরতে এসে অনেক ভালো লাগছে।
সম্পাদক ও প্রকাশকঃ বেলাল রিজভী
ই-মেইলঃ news.dailybibartan@gmail.com
ফোনঃ +8801611572441