ফায়ার সার্ভিসের টিএনটি নম্বর বন্ধ, মোবাইলে যোগাযোগ করার পরামর্শ
logo
ঢাকা, বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফায়ার সার্ভিসের টিএনটি নম্বর বন্ধ, মোবাইলে যোগাযোগ করার পরামর্শ

dailybibartan
জানুয়ারি ৩, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের হটলাইন টিএন্ডটি নম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এমতাবস্থায় সংস্থাটি জানিয়েছে, কোনো প্রকার দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে।

আজ রবিবার দিনগত রাত ১টা ৫০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে হটলাইন নম্বরটি বিকল হয়ে পড়ে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মুহাম্মদ ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার রাত ১টা ৫০ মিনিট থেকে আমাদের কন্ট্রোল রুমের হটলাইন টিএনটি নম্বরে কোনো ফোন আসছেও না, যাচ্ছেও না। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আশা করছি সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে।
তিনি আরও জানান, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মত ঘটনায় যোগাযোগ করুন এই নাম্বারে: ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৯৬৮৮৮১১১১।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।