রাবি উর্দু বিভাগে নতুন সভাপতি ড. আতাউর
logo
ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবি উর্দু বিভাগে নতুন সভাপতি ড. আতাউর

রাবি প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. মো. আতাউর রহমান আজ (বৃহস্পতিবার) বিভাগটির সভাপতি হিসেবে যোগদান করেছেন। তিনি আগামী তিন বছরের জন্য সাবেক সভাপতি প্রফেসর ড. মো. নাসির উদ্দিন-এর স্থলাভিষিক্ত হলেন। ড. আতাউর বিভাগের সকল সহকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আজ সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগ থেকে যথাক্রমে ২০০১ এবং ২০০২ অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ২০০৪ সালে তিনি ভাষা বিভাগে (বর্তমান উর্দু বিভাগ) প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে প্রফেসর পদে পদোন্নতি পান।

উল্লেখ্য, ২০১২ সালে তিনি পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তাঁর এ পর্যন্ত ১৫টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।