রোহিঙ্গাদের পরিচয়পত্র : ইসির বরখাস্ত সেই কর্মচারী জয়নাল গ্রেপ্তার
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের পরিচয়পত্র : ইসির বরখাস্ত সেই কর্মচারী জয়নাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩১, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের সদস্য মো. জয়নাল আবেদীনকে (৩৮) গ্রেপ্তার করেছে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তিনি রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জয়নাল নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের অফিস সহকারী ছিলেন।

তিনি জানান, গতকাল (সোমবার) জয়নালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। মোবাইলটি পরীক্ষা-নিরীক্ষা করে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল ৫০টিরও বেশি জাল জন্ম নিবন্ধন বানানোর কথা স্বীকার করেছেন। প্রতিটি সনদের জন্য তিনি ১৫০০ থেকে ১৮০০ টাকা নিয়েছেন।

তিনি আরও জানান, জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করার অভিযোগে জয়নালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগে তিনি নির্বাচন কমিশন কার্যালয় থেকে বরখাস্ত হন।

জানা গেছে, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্ম নিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এরপর জালিয়াতির অভিযোগে খুলশী থানায় মামলা দায়ের হয়। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত জয়নালকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।