তালতলীতে মেডিকেল কলেজ ছাত্রীর আত্মহত্যা
logo
ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে মেডিকেল কলেজ ছাত্রীর আত্মহত্যা

মাহমুদুল হাসান বরগুনা প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২০ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে গলায় ফাঁস দিয়ে সায়লা শারমিন বৃষ্টি (২২)নামে এক মেডিকেল কলেজের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বুধবার(০২ ডিসেম্বর) দুপুরের উপজেলার হাসপাতাল সড়কে খালেক মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।  উপজেলার ছোট বগী ইউনিয়নের জাকির তবক গ্রামের বসির উদ্দিন ফোরকান মৃধা মেয়ে।

নিহত সায়লা শারমিন বৃষ্টি ঢাকার আব্দুল্লাহপুরে  একটি সাপ্রো ডেন্টাল  মেডিকেল কলেজের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মেডিকেল ছাত্রী সায়লা শারমিন বৃষ্টি নিজ বাসায় সকালে নাস্তা খেয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করেন। এর পরে তার ছোট ভাই হাসান দুপুরের খাবারের জন্য  রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। রুম ভিতর থেকে কোন ধরনের আওয়াজ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মা-ভাইয়ের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বৃষ্টিকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে  তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া  জানান, ঘটনা স্থানে আমি নিজেই পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মরাদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন তবে কেন মেডিকেল ছাত্রী সায়লা শারমিন বৃষ্টি  আত্মহত্যা করেছেন তার সঠিক  কারণ জানা যায়নি । এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।