খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোর ৫টা ৪৫ মি‌নিটে তিনি মারা যান। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, গত ১৯ ফেব্রুয়ারি তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকে‌ল থে‌কে তা‌কে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।