ভালোবাসা দিবসে প্রেমের গান গেয়ে ভাইরাল হিরো আলম
logo
ঢাকা, রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে প্রেমের গান গেয়ে ভাইরাল হিরো আলম

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

কয়েকদিন পর পরই নতুন নতুন চমক নিয়ে হাজির হন আলোচিত হিরো আলম । আর এতে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তার কথা ও কন্টেন্ট বরাবরই ঝড় তোলে সামাজিক মাধ্যমে । এবার ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন হিরো আলম ।

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’-এর সুপারহিট গান ‘মাই হার্ট উইল গো অন’ গানে কন্ঠ দিয়েছেন এই ‘ইন্টারনেট সেন্সেশন’। গানটির একটি মিউজিক ভিডিও-ও তৈরি করেছেন এবং ইউটিউবে তুলে দিয়েছেন।

‘টাইটানিক লাভ সং’ শিরোনাম এর এই গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আকাশ নিবিড়। এর সঙ্গীতায়োজন করেছেন মোমো রহমান। মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন হিরো আলম এবং নুসরাত।

নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমার এই গানটি বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।