জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু ৮ জুন
logo
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু ৮ জুন

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
মার্চ ৫, ২০২১ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি আবেদনের ফরম বিতরণ শুরু হবে ৮ জুন। চলবে ২২ জুন পর্যন্ত। আর প্রথমবর্ষে ক্লাস শুরু হবে ২৮ জুলাই।

শুক্রবার (৫ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৩ জুন। আবেদন করা যাবে ১১ জুলাই পর্যন্ত। আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) এ পাওয়া যাবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।