ঈদগাঁওতে হরতালে যান চলাচল স্বাভাবিক
logo
ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদগাঁওতে হরতালে যান চলাচল স্বাভাবিক

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
মার্চ ২৮, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী হেফাজতের ডাকে হরতাল পালিত হলেও কক্সবাজার সদরের ঈদগাঁওতে যান চলা চল স্বাভাবিক ছিল।
২৮ মার্চ হরতালে সকাল থেকে চট্রগ্রাম কক্স বাজার মহাসড়কের ঈদগাঁও পয়েন্টে দুরপাল্লা সহ ছোটখাট গাড়ী চলাচল করতে দেখা যায়। সাধারন মানুষ গাড়ী নিয়ে প্রয়োজনীয় কাজ কর্মে যেতে পারছে। তবে দেখা মেলেনি হরতাল পালনকারীদের। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছেন। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের টিম বিভিন্ন পয়েন্ট সর্তক অব স্থানে থাকার পাশাপাশি টহলে ছিল।
সৌদিয়া পরিবহনের চালক জানান, টেকনাফ থেকে চট্রগ্রামের উদ্দশ্যে রওনা দিলাম। পথে দেখা যায়নি হরতালকারীদের। শান্তিপূর্ণ ভাবে গাড়ী চলাচল করছে।
ঈদগাঁও থানার এক পুলিশের অফিসার জানান, হরতালে (দুপুর ২টা পর্যন্ত) ঈদগাঁওতে অপ্রীতি কর কোন প্রকার ঘটনা ঘটেনি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।