কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার
logo
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে শারমিন আক্তার (২৬) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে সদরের একটি আবাসিক হোটেল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

শহরের হোটেল-মোটেল জোনের আল মারওয়া নামক আবাসিক হোটেলের ১৩১ নম্বর কক্ষ থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। হোটেল রেজিস্টারের তথ্য সূত্রে জানা যায়, নিহত তরুণী গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখের মেয়ে। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারমিন আক্তার নামের এক তরুণী ঢাকা থেকে এসে মঙ্গলবার (১৪ মার্চ) হোটেল আল-মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেছিলেন। পরে হোটেল কর্তৃপক্ষ খবর দিলে রুমের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।