বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
logo
ঢাকা, বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি, দিনাজপুর
মার্চ ২০, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোল উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৪২ ), লিয়াকত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮) ও শামসুর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান (৩২)। তারা সবাই পিকআপের চালক ও সহকারী বলে জানা গেছে।

দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি দশমাইলের টেক্সটাইল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।