তারেক মাহামুদ'র শাশুড়ির মৃত্যুতে খুলনা সোসাইটির শোক।
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তারেক মাহামুদ’র শাশুড়ির মৃত্যুতে খুলনা সোসাইটির শোক।

বার্তা কক্ষ | দৈনিক বিবর্তন
এপ্রিল ১৬, ২০২১ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সোসাইটির সম্মানীত সদস‍্য, হ‍্যাভেন গ্রুপ অব কোম্পানির এমডি, আমেরিকা প্রবাসী পিডিআরআর রোটারিয়ান তারেক মাহামুদ’র শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, কো-চেয়ারম্যান আজগার বিশ্বাস তারা, ভাইস-চেয়ারম্যান হ্দরোগ বিশেষজ্ঞ স্বাচিপ নেতা ডা: বিষ্ণুপদ সাহা, সাবেক ভিপি যুবমহিলালীগের কেন্দ্রীয় সদস‍্য কাজী সাকিনুর সেতু, সৈয়দ নজরুল ইসলাম টুটুল, মহাসচিব ইঞ্জি. সাব্বির হোসেন, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, শফিকুল আলম বিপ্লব, রোটারি লিডার মেহেজাবিন মুবিনা হেমা, যুবমহিলালীগের কেন্দ্রীয় সদস‍্য এ‍্যাড. লাবনী আমিন, আল-আমিন শিশির, ইন্জি: মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস‍্য ডা: চয়ন বিশ্বাস, জি এম শহিদুল ইসলাম, মো: মোবারক হোসেন, নারীনেত্রী সারিকা জামান রুনা, অধ‍্যক্ষ প্রফেসর মির্জা নুরুজ্জামান, উপাধ‍্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম, এ‍্যাড প্রফেসর শফিউল আলম সুজন, নাসরিন ইসলাম তন্দ্রা, মনিরুল ইসলাম সোহাগ, কাজী আইনুল মুন, মো: কামরুজ্জামান এসিএ, নারীনেত্রী মেহেজাবিন খান, মো: আবুল কালাম, মো: বাবুল আকতার, সাংবাদিক নেতা মো: জয়নাল ফরাজী, স্বাচিপ নেতা ডা. মেহেদী হাসান, নয়ন পাল, সালমা খানম, সুবর্না রহমান খান, এস এম মিশকাতুল ইসলাম, ইয়াফেস ইসিতিহাদ দীপ, মলয় কান্তি বালা।

সম্মানীত সদস্য- সাবেক চেম্বার পরিচালক আজিজুল হাসান দুলু, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, নারীনেত্রী তৈয়বা খাতুন চেমি, সাংবাদিক মো: আবু তৈয়ব মুন্সী, সাউথ বাংলা বাংকের পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, জেলা যুবমহিলালীগের আহবায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়া, জাতীয় পার্টি আমেরিকা শাখার সভাপতি ফাহিমা রোজী, সাইফুর রহমান সুজন, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, বেগ রফিকুল ইসলাম, মাহাবুবা আক্তার সুমি, শিউলী বিশ্বাস, কাজী রিয়াদ সুমন, আর্কিটেক্ট শাহরিয়ার রেহমান শুভ্র, রাজিব হাসান প্রমুখ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।