বঙ্গবন্ধু সেতু সংলগ্ন মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
logo
ঢাকা, বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু সেতু সংলগ্ন মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
এপ্রিল ১৬, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় সংলগ্ন মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ওসি সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, উত্তরবঙ্গগামী একটি টিনবাহী ট্রাক চর বাবলা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।

দুর্ঘটনায় আহত দুইজনকে টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি সফিকুল ইসলাম।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।