তালতলীতে দুই ভাইয়ের জমজমাট মাদক ব্যবসা ব্যাঘাত ঘটায় ডিবি পুলিশ
logo
ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

তালতলীতে দুই ভাইয়ের জমজমাট মাদক ব্যবসা ব্যাঘাত ঘটায় ডিবি পুলিশ

মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা তালতলীতে ইয়াবাসহ দুই আপন ভাইকে হাতে নাতে আটক করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ। মাদকবিরোধী অভিযানে (২৮ এপ্রিল) গভির রাতে ৯৫ পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করা হয়েছেন।

বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, বরগুনা তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে নলবুনিয়া গ্রামের হেমায়েত তালুকদারের দুই ছেলে সোহান (২২) ও তার বড় ভাই সজল তালুকদারের সহযোগিতায় মাদক ব্যবসা করে আসছিলেন। ইয়াবা বিক্রির প্রস্তুতির তথ্য পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৯৫ পিস ইয়াবাসহ দুজনকেই আটক করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।