বিদ্যুৎ লাইনের আশপাশে ঘুড়ি না ওড়ানোর অনুরোধ
logo
ঢাকা, রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিদ্যুৎ লাইনের আশপাশে ঘুড়ি না ওড়ানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে বলেও সতর্ক করা হয়েছে। 

রোববার (২৪ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে ঘুড়ি ওড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বড়-ছোট বিভিন্ন আকৃতির এসব ঘুড়ি অনেক সময় সুতা থেকে ছিঁড়ে গিয়ে কিংবা ওড়ানোর সময়ই বিদ্যুতের উঁচু টাওয়ার বা তারের মধ্যে আটকে যায়। দেশের ৪০০ কেভি, ২৩০ কেভি ও ১৩২ কেভি সঞ্চালন লাইনে আটকে থাকা ঘুড়ি বা ঘুড়ির মোটা সুতা ঝড়বৃষ্টিতে ভিজে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। আবার ভেজা মোটা সুতা বৈদ্যুতিক তারের সংস্পর্শে থাকলে তাতে বিদ্যুতায়িত হয়ে জানমালের অনাকাঙ্ক্ষিত ক্ষতির আশঙ্কা রয়েছে। কালবৈশাখী ও ঝড়বৃষ্টি শুরু হওয়ায় এ আশঙ্কা আরও বেড়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ লাইনের আশপাশে ঘুড়ি ওড়ানো থেকে বিরত থাকুন। এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। এর কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। নিজে সচেতন হোন, অন্যদেরকেও সচেতন করুন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।