বেতাগীতে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করল বিএনপি নেতারা
logo
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বেতাগীতে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করল বিএনপি নেতারা

বরগুনা প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগী উপজেলায় এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। ওই কলেজছাত্রের নাম ফাহিম হাওলাদার (১৮), তিনি বেতাগী উপজেলার গেরামর্দন এলাকার ফারুক হাওলাদারের ছেলে। রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বেতাগীর বদনীখালী ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- বেতাগীর বুড়ামজুমদার ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী সারোয়ার খান,  একই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন খান, বুড়ামজুমদার ইউনিয়নের ১ ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস খান।

জানা যায়, ফাহিম হাওলাদার রাজধানীর একটি ভোকেশনাল ইন্সটিটিউটের তৃতীয় সেমিস্টারের ছাত্র। ইদের ছুটিতে সে বাড়িতে বেরাতে আসে। এরপর ইদের পরদিন বেতাগীর বদনীখালী ব্রীজে ঘুরতে যায়। সেখানে অভিযুক্তরা তাকে আটক করে টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জখম হওয়া কলেজছাত্রের বাবা ফারুক হাওলাদার বলেন, আমার ছেলে ইদের ছুটিতে বাড়িতে আসে। ইদের পরদিন সন্ধায় বদনিখালী ব্রীজে ঘুরতে গেলে চিহ্নিত ছিনতাইকারী ও বিএনপি নেতা সারোয়ার খান, নাসির খান, ইলিয়াস খানসহ কয়েকজন আমার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে। আমি এর বিচার চাই।

এবিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।