সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
মে ১৯, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বরগুনার তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯মে) বেলা ১১টার দিকে তালতলী সদর রোডে প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিনের সভপতিত্বে উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সাংবাদিক ছাড়াও ভিবিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজদের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে প্রায় ছয় ঘণ্টা ধরে আটকে রেখে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন। ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলেন।

মানববন্ধনে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন,সাংবাদিক ফোরামের সভাপতি নাসির উদ্দিন,বিএমএসএফ এর সভাপতি মু.আ. মোতালিব   সভাপতি মল্লিক মো. জামাল, সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক জিয়াউল হোসেন জোবায়ের, রির্পোটার্স ইউনিটির , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল। এ ছাড়াও রাজনৈতিক ব্যক্তিদের বক্তৃতা করেন সাবেক ছাত্র নেতা শাজজাহান টুকু,বড়বগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুনসুর জোমাদ্দার, বড়বগী ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদ মাসুদ ও জাগোনারী প্রতিনিধি রাবেয়া মুন্নি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।