নির্বাচন স্বচ্ছ হবে বললেন সিইসি, মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের
logo
ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন স্বচ্ছ হবে বললেন সিইসি, মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন আগের নির্বাচনের চেয়ে স্বচ্ছ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (০৮ জুন) নির্বাচন ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

এসময় তিনি রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার একটা পথ বের হয়ে আসবে বলেও আশার কথা জানান।

সাক্ষাত শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নির্বাচনে কে জিতবে না জিতবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই। তবে ভোট অংশগ্রহণমূলক হবে- এমন প্রত্যাশা করছেন পিটার হাস।

তিনি বলেন, আগামীতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চায় তার দেশ। আর সেই নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক সমঝোতার প্রত্যাশা করছেন তারা।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।