তালতলী উপজেলার ৫ ইউপিতে নৌকার জয়
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তালতলী উপজেলার ৫ ইউপিতে নৌকার জয়

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন
জুন ১৬, ২০২২ ৭:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেষ ধাপে বরগুনার তালতলী উপজেলার ৫ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদের সবক’টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। গতকাল বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন। এ আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে চলে ভোট গ্রহণ।

জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল রাজ্জাক হাওলাদার নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ৮৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুজাফর খোকন আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৭৬ ভোট।

ছোটবগী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী মু. তৌফিক উজ্জামান তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন।

কড়ইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইব্রাহিম পনু নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। মোটরসাইকেল প্রতীকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী হাফিজুল হক সিকদার।

বড়বগী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন আলম মুন্সী টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা শহীদুল হক আনারস প্রতীকে দ্বিতীয় অবস্থানে আছেন।

নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বাচ্চু মিয়া নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান দুলাল ফরাজী ঘোড়া প্রতীকে দ্বিতীয় অবস্থানে আছেন।

তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মস্তফা কামাল বলেন, উপজেলার পাঁচ ইউনিয়নে শেষ ধাপে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্ভব হয়েছে। তবে কোন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সেই ফলাফল জানাতে অনেক রাত হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।