পটুয়াখালীর ৮ ইউপি'র ৫টিতে নৌকার বিজয়
logo
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীর ৮ ইউপি’র ৫টিতে নৌকার বিজয়

নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটুয়াখালীর ৩ উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ৫ জন, ২ জন স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন মনোনীত একজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠীতে নৌকা প্রতীকে অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মহসীন, কালিকাপুরে নৌকা প্রতীকে সালমা জাহান, ইটবাড়িয়ায় নৌকা প্রতীকে অ্যাডভোকেট মোজাম্মেল হক, লাউকাঠীতে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের কাজী রাইসুল ইসলাম সেলিম ও মৌকরণে স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের ইলিয়াস বাচ্চু বিজয়ী হয়েছেন।

এছাড়াও কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে নৌকা প্রতীকের আনছার উদ্দিন মোল্লা ও ধুলাসার ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের আব্দুর রহিম এবং দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে নৌকা প্রতীকের নজীর আহমেদ বিজয়ী হয়েছেন।

বুধবার (১৫ জুন) তিন উপজেলার আট ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ সদস্য পরে ২৯১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮টি ইউনিয়নের ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে।

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, পটুয়াখালীর আট ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।