ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে আর্জেন্টিনা, বাংলাদেশের দুঃসংবাদ
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে আর্জেন্টিনা, বাংলাদেশের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
জুন ২৩, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চলতি জুনের দারুণ পারফর্ম্যান্সের সুবাদে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শীর্ষে আছে ব্রাজিলই। তবে দুঃসংবাদ আছে বাংলাদেশের। চলতি মাসের বাজে পারফর্ম্যান্সের কারণে জামাল ভূঁইয়ার দল নেমে গেছে চার ধাপ। আছে র‍্যাঙ্কিংয়ের ১৯২তম অবস্থানে।

মার্চের ফিফা উইন্ডো শেষে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল ৪র্থ। চলতি মাসে মেসিরা খেলেছেন দুই ম্যাচ। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা ইতালিকে ফিনালিসিমায় ৩-০ গোলে হারায় দলটি। এরপর মেসির পাঁচ গোলের সুবাদে এস্তোনিয়াকে হারায় ৫-০ ব্যবধানে।

ওদিকে র‍্যাঙ্কিংয়ের তিনে থাকা ফ্রান্স চার ম্যাচ খেলে জেতেনি একটিতেও, তিনটি ড্রয়ের পাশাপাশি আছে একটি হার। দুই দলের এমন বিপরীতমুখী পারফর্ম্যান্সের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে, ফ্রান্সকে পেছনে ফেলে আর্জেন্টিনা চলে এসেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে।

ব্রাজিল আছে শীর্ষে। চলতি মাসে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতেছে কোচ তিতের শিষ্যরা। যার ফলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। দুইয়ে থাকা বেলজিয়াম এক ড্রয়ের বিপরীতে তিন জয় নিয়ে ধরে রেখেছে নিজেদের অবস্থান।

র‍্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা বাংলাদেশের জন্য আছে দুঃসংবাদ। চলতি মাসের বাজে পারফর্ম্যান্সের ফলে র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি হয়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলের। চলতি মাসে ফিফা উইন্ডোটা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও বাংলাদেশ হেরেছে পরের তিন ম্যাচেই। এর ফলেই র‍্যাঙ্কিংয়ে আরও নিচের দিকে নেমেছেন জামাল ভূঁইয়ারা। মার্চের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৮তম অবস্থানে, আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে এখন আছে ১৯২তম অবস্থানে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।