‘রিকশা গার্ল’ তিশা
logo
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রিকশা গার্ল’ তিশা

বিনোদন ডেস্ক
জুন ২৮, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করলেন তানজিন তিশা। গ্ল্যামারাস কোনো চরিত্রে নয়, রিকশা চালাতে দেখা যাবে তাকে। নাটকের নাম ‘রিকশা গার্ল’।

শিখা নামের এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নাটকের কাহিনি। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোনো এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংগ্রামের এক সংসার। প্রতিদিন সে তার রিকশা নিয়ে কাজে যায় বোনকে স্কুলে নামিয়ে। পরী নামের সে মেয়েটি দেখতে ভীষণ মায়াময়। তবে শিখার রিকশা চালানোর পেছনে লুকিয়ে ‘রেজাউল’ নামের অন্য এক মানুষের গল্প। তবে শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। তখন পরী বাসায় একা থাকে।

রুমের দরজা থাকে বাইরে থেকে তালা দেওয়া। কখনও বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর। অন্য দিকে শহরে রিকশা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়, সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এভাবেই জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকের তিশার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। জানা গেছে, কোরবানির ঈদে আরটিভির বিশেষ আয়োজনে প্রচার হবে নাটকটি।

আরো খবর

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।