এবার সেই কলেজের ১৬ শিক্ষার্থী ঢাবিতে
logo
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার সেই কলেজের ১৬ শিক্ষার্থী ঢাবিতে

অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

এবার নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩১ শিক্ষার্থী একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।

সোমবার (৪ জুলাই) ঢাবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে দেখা গেছে, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩১ শিক্ষার্থী একসঙ্গে ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েছন। এর মধ্যে ২৬ জন ছেলে ও ৫ জন মেয়ে।

কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এটি। এ কলেজের শিক্ষার্থীরা বরাবরই বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের এ অর্জনে আমরা গর্বিত।

এর আগে এই কলেজের ১৬ শিক্ষার্থী একই শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তির সুযোগ পান। গত বছর এ সংখ্যাটি ছিল ১১ জনে। এছাড়া গত বছর এই কলেজ থেকে ৩৯ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তি সুযোগ পায়।

সূত্র জানায়, এই কলেজ থেকে গেল বছর গুচ্ছ ইঞ্জিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন ৩২ জন। এছাড়া কলেজটি থেকে ২০২০ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৮ জন, ২০১৮ সালে ৩৬ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।