ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থীর মৃত্যু
logo
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২২ ৭:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

অজ্ঞাত ব্যাক্তির ছুরিকাঘাতে ক্যাম্পাসের অভ্যন্তরে গাজি কালুর টিলায় বুলবুল আহমেদ নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত বুলবুল লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদী জেলায়। ছুরিকাহত হবার পর রাত আনুমানিক আটটার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা ডাক্তার কানিজ ফাতেমা তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২৫ জুলাই) রাতে বুলবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল।

তিনি বলেন, বুকের বাম পাশে ছুরিকাঘাতে ঐ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে কয়েকজন শিক্ষার্থী উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যায়। সেখানেই তার পালস ছিল না। পরে তাকে উসমানি মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

তবে কে বা কারা ছুরিকাঘাত করেছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন তথ্য জানা যায় নি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।