সাত কলেজের কলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
logo
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত কলেজের কলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২২ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা এগারোটায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় নির্দেশিত বিধান অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষে বসানো হয়েছে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশ রয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা লক্ষ্য করিনি। আগের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষাটি সুন্দর হয়েছে। আশা করি এ পরীক্ষাও যথাযথভাবে অনুষ্ঠিত হবে। শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সবাই কাজ করছেন। ইমার্জেন্সি মেডিকেল টিমও রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে ৯ হাজার ৭০৩টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৬২৭টি।

‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। মোট ১০০টি প্রশ্নের জন্য পূর্ণমান ১০০। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন থাকছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।