পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ২৩ কর্মকর্তা
logo
ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ২৩ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১০, ২০২০ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন ২৩ কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে এসব কর্মকর্তারা এসপি পদে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে একজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানের দারফুরে রয়েছেন। অন্য একজন শিক্ষা প্রেষণে রয়েছেন অস্ট্রেলিয়ায়। তারা হলেন- মোহাম্মদ আবদুল হালিম (দারফুর) ও হুমায়রা পারভীন (অস্ট্রেলিয়া)। এ দু’জন দেশে ফিরেই নিজ নিজ পদে যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ড. সুফিয়ান আহমেদ, মো. নাজিমুল হক, ওয়াহিদুল হক চৌধুরী, মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. জাহাঙ্গির আলম, ড. এস এম ফরহাদ হোসেন, মো. আবদুল্লাহ আল মামুন, নুরুল আমীন হাওলাদার, আ. স. ম শামসুর রহমান ভুঞা, মো. মাহফুজ্জামান আশরাফ, মো. জসিম উদ্দীন, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. শাহরিয়ার আলী, মো. বেলাল হোসেন, মো. রবিউল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, আনোয়ার জাহিদ, মোহাম্মদ সাঈদুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ও মো. শাহজাহান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।