স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরাহ হজ্ব শুরু
logo
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরাহ হজ্ব শুরু

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক বিবর্তন
অক্টোবর ৪, ২০২০ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পবিত্র ওমরাহ। তবে করোনা সংক্রমণ রোধ করতে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিক ও বিদেশীরা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে ওমরার আনুষ্ঠানিকতা চলছে।

সৌদি সরকারে একটি সূত্র জানিয়েছে, ওমরাহ পালন করতে গিয়ে যেন কেউ করোনা সংক্রমণ বা করোনায় আক্রান্ত না হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দুরত্ব মেনে মুসল্লিরা ওমরাহ পালন করছেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র যারা সৌদিতে বসবাস করেন তারাই এখন ওমরাহ পালন করতে পারবেন। করোনা সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির হজ বিভাগ। প্রতিদিন গড়ে ৬ হাজার মুসল্লি ওমরাহ করতে পারবেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।