ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের চিন্তা-ভাবনা করছে সরকার
logo
ঢাকা, মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের চিন্তা-ভাবনা করছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ৭, ২০২০ ৬:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদন্ড করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।

বুধবার সকালে নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

ধর্ষণের বিরুদ্ধে জনগনের অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, মানুষ চায় ধর্ষণের শাস্তি বাড়ানো হোক। এছাড়া দেশে ধর্ষণের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। কাজেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বিষয়ে এখনই ভাবার সময় এসেছে। সরকারও এ বিষয়ে চিন্তা-ভাবনা করছে।

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ-নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকায় সরকার বেশ বিব্রত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনী কাজ করলেও দেশে ধর্ষণ বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।