৯১ লাখ টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রাম আদালতে সাহেদ
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৯১ লাখ টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রাম আদালতে সাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ১১, ২০২০ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমকে আজ চট্টগ্রামের আদালতে তোলা হবে। চট্টগ্রামের মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দেয়ার জন্য তাকে আদালতে নেয়া হবে।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

ঢাকায় রুটপারমিট পাইয়ে দেয়ার আশ্বাসে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরসের কাছ থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেন সাহেদ। পরে সাহেদের বিরুদ্ধে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা হয়।

প্রসঙ্গত, সাহেদ করিম ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার নামে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা করে আলোচনায় আসেন তিনি। পরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।