‘নট আউট না, আউট?’ দ্বিধা নিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ
logo
ঢাকা, বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নট আউট না, আউট?’ দ্বিধা নিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২১, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেমিয়েন রাভুর যে বলটা স্কয়ার লেগে ক্যাচ দিলেন মাহমুদউল্লাহ, সে বলটা ছিল কোমরের কাছাকাছি উচ্চতায়। নো বল কিনা, তাই পরখ করতে সিদ্ধান্ত গিয়েছিল তৃতীয় আম্পায়ারের কাছে।

টিভি রিপ্লেতেও বোঝা যাচ্ছিল, মাহমুদউল্লাহ আউট। কিন্তু এরপরই জায়ান্ট স্ক্রিনে সিদ্ধান্ত এল নট আউট, সবাইকে চমকে দিয়ে! দুই সেকেন্ড পরই অবশ্য সেই সিদ্ধান্ত গেল বদলে। সেকেন্ডের ব্যবধানে সে সিদ্ধান্ত বদলের কারণেই হয়তো, একটু দ্বিধা নিয়েই মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে রাভুর বলে স্কয়ার লেগে চাদ সপারকে ক্যাচ দেওয়ার আগে যা করেছেন মাহমুদউল্লাহ, সেটা বাংলাদেশকে বড় রানের দিশা দেওয়ার জন্য যথেষ্ট। সাকিব-লিটনের গড়ে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে ২৮ বলে ৫০ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। যার ফলে ১৭০ ছোঁয়া রান আশা দেখাচ্ছে বাংলাদেশকে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।