ইভিএমে ভোট হলে জাতীয় পার্টি অংশ নেবে: রওশন এরশাদ
logo
ঢাকা, মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইভিএমে ভোট হলে জাতীয় পার্টি অংশ নেবে: রওশন এরশাদ

অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২২ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোশক বেগম রওশন এরশাদ। বললেন, সারাবিশ্বেই ইভিএমে নির্বাচন হচ্ছে, আমাদের দেশে হলে সমস্যা কোথায়। ইভিএমে ভোট হলে অংশ নেবে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। বলেন, আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন সফল করার আহ্বান জানান।

রওশন এরশাদ বলেন, সবাইকে নিয়েই এই কাউন্সিল হবে। জাতীয় পার্টির পদ বঞ্চিত ও ক্ষমতাচ্যুত নেতারা আবারও সক্রিয় হতে চায়। জাতীয় পার্টির জন্য যারা জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছে তাদের সাথে নিয়ে আবারও এগিয়ে যেতে চাই।

দলটির দশম জাতীয় সম্মেলন এবং বিভিন্ন সময় তার দেয়া বক্তব্য নিয়ে গণমাধ্যমে নানা রকম সংবাদ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।