চিরকুট লিখে খুলনায় প্রকৌশলীর আত্মহত্যা
logo
ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরকুট লিখে খুলনায় প্রকৌশলীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ১১, ২০২০ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

চিরকুট লিখে রেখে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ইমরান মাহমুদ (২৬) আত্মহত্যা করেছেন। নিহত ইমরানের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তার মৃত্যু ঘটনায় কেউ দায়ী নয় বলে চিরকুটে লিখে গেছেন।

বুধবার দুপুরে খুলনার খালিশপুর হাসপাতালের পেছনে কেপিসিএলের ডরমিটরির তিন তলার একটি রুম থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের পাশে পড়া থাকা চিরকুট উদ্ধার করে পুলিশ।

কেপিসিএলের জিএম রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, সকালের শিফটে কাজে যোগ না দেয়ায় ইমরান মাহমুদকে তার সহকর্মীরা খোঁজাখুঁজি করে। পরে তারা ডরমিটরির একটি রুমে ইমরানকে ঝুলন্ত অবস্থা দেখে পুলিশে খবর দেয়। দুই বছর আগে ইমরান বিয়ে করেছেন। কিন্তু শুনেছি, তার স্ত্রী নাকি কিছুদিন আগে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বলেন, পারিবারিক কোন্দলের কারণে ইমরান মাহমুদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।