২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর
logo
ঢাকা, শনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন.কম
নভেম্বর ২২, ২০২০ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ ডিসেম্বর এসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (২২ নভেম্বর) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর গণমাধ্যমকে জানান, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। বিষয়টি গণমাধ্যমকে অবহিত করে নির্বাচন কমিশন।

এদিকে ইসির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এর মধ্যে নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে ১১টি পৌরসভার মেয়াদ শেষ হবে।

এছাড়া আগামী ফেব্রæয়ারির মধ্যে ১৮৫টি পৌরসভার মেয়াদ শেষ হবে। আর মার্চে ২৮টি ও পরবর্তি এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি পৌরসভার মেয়াদ।

প্রসঙ্গত, এবার পৌরসভায় মেয়র পদে দলীয় প্রতীকে এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।