সাংবাদিক কাজলের জামিন দিলেন হাইকোর্ট
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক কাজলের জামিন দিলেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক | দৈনিক বিবর্তন
নভেম্বর ২৪, ২০২০ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। রাজধানীর শেরে বাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

এদিন আদালতে কাজলের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

এর আগে নরসিংদীর যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেল কেন্দ্রিক অপরাধের সঙ্গে জড়িতদের নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে মানবজমিন পত্রিকার সম্পাদকসহ ৩২ জনের নামে মামলা হয়।

ওই মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকেও আসামি করা হয়। মামলার পর প্রায় দুই মাস সাংবাদিক কাজল নিখোঁজ ছিলেন। পরে তাকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করে বিজিবি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।