তালতলীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
logo
ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২০ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে ৩২ পিস ইয়াবাসহ আবুসালে দফাদার(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১২ নভেম্বর)দুপুর ২টার দিকে উপজেলার আলীবন্দর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমতলী-তালতলী সড়কে ইয়াবা সহ আটক করা হয়। আবুসালে দফাদার(২৮) উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীবন্দর এলাকার ছিদ্দিন দফাদারের ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. কামরুজ্জামান মিয়া বলেন, আজ দুপুর ২টার দিকে গোপন সংবাদে জানতে পারি ইয়াবা বিক্রীর জন্য আবুসালে দফাদার নামের এক ব্যক্তি আলীবন্দর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আমতলী-তালতলী সড়কে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে এসআই আলী হোসেন ও এএসআই আবুল কালাম আজাদসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। এরপরে মাদক ব্যবসায়ীকে ৩২পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি আরও বলেন আটক আবুসালে দফাদারের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।