তেলবাহী ট্রেন লাইনচ্যুত : সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
logo
ঢাকা, রবিবার, ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেলবাহী ট্রেন লাইনচ্যুত : সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ৬, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় লাইনচ্যুত বগিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শাহজীবাজার স্টেশনমাস্টার আবদুল কাইয়ুম গণমাধ্যমকে বলেন, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে যাচ্ছিল। পথিমধ্যে শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এসময় তেলবাহী বগিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হবে না বলে জানা গেছে। তবে উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।