আপত্তিকর মন্তব্যের শিকার জয়া আহসান
logo
ঢাকা, রবিবার, ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আপত্তিকর মন্তব্যের শিকার জয়া আহসান

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ৭, ২০২০ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার পোশাকের কারণে নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন। শনিবার (০৫ ডিসেম্বর) নিজের ফেসুবক পেজে একটি ছবি শেয়ার করেছেন জয়া।

শেয়ার করা ছবিতে, অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে দেখা গেছে জয়া আহসানকে। শেয়ার করতেই তাতে বন্যা বয়ে গেছে লাইক ও কমেন্টের। নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন তার এ ছবির। আবার কেউ করেছেন কটূ ভাষায় আক্রমণ।

মূলত জয়া আহসানের বয়স ও পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। তবে এ ধরনের ট্রলে বা আপত্তিকর মন্তব্যে মাথা ঘামান না জয়া। নিজের কাজ মন দিয়ে করে যেতে চান।

করোনা মহামারির মধ্যেও কাজ করেছেন জয়া আহসান। আকরাম খান পরিচালি ‘নকশি কাঁথার জমিন’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এছাড়া পিপলু আর খান পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।