হাসনাইন খুরশেদের আলোচিত রম্য উপন্যাস ‘আমাদের খালেক ভাই’
logo
ঢাকা, মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসনাইন খুরশেদের আলোচিত রম্য উপন্যাস ‘আমাদের খালেক ভাই’

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১০, ২০২০ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

আমাদের খালেক ভাই। দৃশ্যতঃ সহজ-সরল একজন মানুষ। বেশ হাবাগোবা। পঁয়ত্রিশে পৌঁছেও তার বিয়ে করা হয়নি। তিনি বিভোর থাকেন প্রেম ও বিয়ের স্বপ্নে।

শুচি, পার্কি, প্রবালরা স্কুল পড়ুয়া কিশোর। খুব মজা করে খালেক ভাইকে নিয়ে। তাকে প্রেমিকা পেতে সহযোগিতার অঙ্গীকার করে। সেই স্বপ্নে বিভোর বিত্তবান খালেক ভাই পূরণ করে চলেন ওদের সব শখ-আহ্লাদ। এসএসসি’র গণ্ডি পেরিয়ে ওরা পা রাখে কলেজের আঙ্গিনায়। হঠাৎ একদিন দেখে, সেখানে হাজির খালেক ভাই। তিনি ভর্তি হয়েছেন বিকম ফার্স্ট ইয়ারে।

সামরিক শাসনের কঠোর অর্গল তখন একটু একটু করে খুলছে। সামনে ছাত্র সংসদ নির্বাচন। ওরা মজা করে খালেক ভাইকে ভিপি পদে দাঁড় করিয়ে দেয়।

প্রিয় পাঠক এটা বাস্তব কোনো ঘটনা নয়। এটি বিশিষ্ট রম্য লেখক হাসনাইন খুরশেদের লেখা ‘আমাদের খালেক ভাই’ উপন্যাসের অংশবিশেষ। ১৯৮২-‘৮৩ সালের প্রেক্ষাপটে হাসনাইন খুরশেদ বহুল আলোচিত ও পাঠকপ্রিয় এ রম্য উপন্যাসটি রচনা করেন।

লেখক পরিচিতি:

হাসনাইন খুরশেদ একাধারে সাংবাদিক, কলামিস্ট ও টিভি ব্যক্তিত্ব। ১৯৬৮ সালের ৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন হাসনাইন খুরশেদ। সাংবাদিকতা ও গণমাধ্যমে দীর্ঘ ৩৩ বছর ধরে কাজ করছেন তিনি।

জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশের সাহিত্যাঙ্গণেও এখন এক উজ্জল নক্ষত্রের নাম হাসনাইন খুরশেদ। তিনি সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।