বিমানবন্দরে ২৫০ কেজির আরও একটি বোমা উদ্ধার
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিমানবন্দরে ২৫০ কেজির আরও একটি বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১৪, ২০২০ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের খনন কাজের সময় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটির আকৃতি সিলিন্ডার সদৃশ।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পাইলিংয়ের মাটি খুড়তে গিয়ে মাটির ১০ ফুট নীচ থেকে এ বোমার সন্ধান পায় শ্রমিকরা। পরে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হলে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।

বোমাটি রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে গিয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান। তিনি আরও জানান, বোমাগুলো মুক্তিযুদ্ধকালীন এসব এলাকায় পড়েছিল বলে ধারণা করা করা হচ্ছে।

এর আগে গত ৯ ডিসেম্বর একই ধরণের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে বোমাটি ধ্বংস করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।